ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় ক‍ার্যদিবস সোমবার (৫ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় ক‍ার্যদিবস সোমবার (৫ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।

আর ৩০ পয়েন্ট বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

পাশাপাশি বেড়েছে লেনদেন, বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধনও। তবে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ ডিসেম্বর)  ডিএসইতে সূচক কমেছে।

সোমবার ডিএসইতে মোট ২৬ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৮৭৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৮০৭ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকা।
এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩৩ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক২ দশমিক০ ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৬ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে  লেনদেন হয়েছে ৪৯ কোটি ৬ লাখ ৪৪ হাজার ৫১৭ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৫৬ লাখ ৩১ লাখ ৫০৭ টাকা।

লেনদেন হওয়া ২৪৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৮৬টির এবং ৪১টি কোম্পানির শেয়ারের দাম  অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমএমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।