ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

২৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
২৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯২ পয়েন্টে।

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯২ পয়েন্টে।

এর আগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি সূচক ছিলো ৪ হাজার ৯১৭ পয়েন্ট।  
 
বৃহস্পতিবার সূচক বৃদ্ধির ফলে টানা চার কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লো। এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪১ পয়েন্ট।
 
এদিন সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৯ কোটি টাকা। এছাড়াও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।
 
ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৩ কোটি ৪২ লাখ ৩ হাজার ৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ১ হাজার ১৪৯ কোটি ৮৩ লাখ ২৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৬৪ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৯৫ কোটি টাকা।  
 
তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৫ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ৫৩১ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৩২ লাখ ২ হাজার ৯৪৩ টাকার।  

লেনদেন হওয়া ২৫৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৭৮টির এবং ৩১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।