ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারের (১৯ ডিসেম্বর) তুলনায় তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ ডিসেম্বর) লেনদেন কমে দিন শেষ হয়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেন।

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারের (১৯ ডিসেম্বর) তুলনায় তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ ডিসেম্বর) লেনদেন কমে দিন শেষ হয়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেন।

এদিন উভয় বাজারেই কমেছে সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৩১ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৩২ কোটি টাকার কিছু বেশি। এর আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১১২ কোটি টাকার কিছু বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৯ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া ২৬০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১২০টির এবং ৩২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।