ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখি ধারা অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখি ধারা অব্যাহত

ঢাকা: ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে দেশের দুই পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ বুধবার) ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে টানা নয় কার্যদিবস সূচক বাড়লো ডিএসই ও সিএসইতে। 

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে প্রায় ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৭ পয়েন্ট।

পাশাপাশি বেড়েছে বাজার মূলধধন।

উভয় বাজারে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৮ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৫৬৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ১ হাজার ২০৯ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৯১ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৬ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৫ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৫৭৪ টাকা। এর আগের দিন লেনদেন হয় ৮৩ কোটি ৯০ লাখ ২১ হাজার ৩৫৪ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ১৬৭ টাকা।

লেনদেন হওয়া ২৫৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১১৬টির এবং ২১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।