ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’র নতুন চেয়ারম্যান আবুল হাশেম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ডিএসই’র নতুন চেয়ারম্যান আবুল হাশেম

ঢাকা: ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আবুল হাশেম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসইর র্বোড রুমে অনুষ্ঠিত সভায় নতুন স‍াত স্বতন্ত্র পরিচালকের সম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়। আগামী তিন বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল হাশেম।

এর আগে ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী প্রথম মেয়াদে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

তারও আগে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯৮তম সভায় বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ড. অধ্যাপক আবুল হাশেম, ওয়ালিউল ইসলাম, এম কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মনসুর মো. আশরাফ খানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এদের মধ্যে নতুন মুখ হিসেবে দায়িত্ব পান অধ্যাপক মাসুদুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মনসুর মো. আশরাফ খান।

অধ্যাপক ড. আবুল হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অনারারি অধ্যাপক হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স’র ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

আবুল হাশেম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান, হাজী মুহাম্মদ মহসিন হলের প্রভোস্ট, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক পরিচালক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএফআই/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।