ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাত কার্যদিবস পর পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
সাত কার্যদিবস পর পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা সাত কার্যদিবস সূচক বৃদ্ধির পর বুধবার (১৫ ফেব্রুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বুধবার সূচকের ওঠানামার মধ্যদিয়ে লেনদেন শুরু হয়ে চলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। এরপর শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতায় লেনদেন শেষ হয়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২৩ পয়েন্ট। এর ফলে উভয় বাজারে টানা সাত কার্যদিবস পর সূচক কমলো।
 
ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৯ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৬৭৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ কোটি ৬১ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯৩ কোটি ৫০ লাখ ১৭ হাজার টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮০ পয়েন্টে।
 
পাশাপাশি ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ২৫ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১০ হাজার ৪৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৬৫ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ১৬০ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৮৭৩ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৪১টির এবং ৩৫ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।