ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে পুঁজিবাজার

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) লেনদেন বন্ধ থাকার পর বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

দিনভর সূচকের ওঠা-নামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। ফলে ডিএসইতে টানা দুই কার্যদিবস পর সূচক বাড়লো। তবে সিএসইতে সূচক বাড়লো টানা তিন কার্য দিবস। এর আগের কার্যদিবসে ডিএসইতে সূচক পতন হয়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩২ কোটি ১০ লাখ ৫২ হাজার ৫০৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০৯ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকা। এর আগের দিন সোমবার (২০ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিলো ১ হাজার ২৯৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২৫ দশমিক ৪৩ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩ পয়েন্টে এবং তবে ডিএসইএস শরীয়াহ্ সূচক দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৭ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৬৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৩২ লাখ ২ হাজার ৫৭৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ১৭ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৭৭ লাখ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১১১টির এবং ৩৪ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমএফআই/আরআর/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।