ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। ফলে ডিএসইতে টানা চার কার্যদিবস পর সূচক বাড়লো।

তবে সিএসইতে সূচক বাড়লো টানা পাঁচ কার্যদিবস।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার এখন নিজস্ব গতিতে চলছে। ফলে সূচক বাড়ার পর মূল্য সংশোধন হচ্ছে। এরপর ফের বাড়ছে।

ডিএসই’র তথ্য মতে, বোরবার ডিএসইতে ৩৭ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ৩৭২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৩৩ কোটি ১৫ লাখ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩০৯ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৫ দশমিক ১১ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৭ পয়েন্টে। তবে ডিএসইএস শরীয়াহ্ সূচক ২ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১ হাজার ৩১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৯৩ লাখ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১২২টির এবং ৩৩ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।