ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ৯৬৩ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ৯৬৩ কোটি টাকা

ঢাকা: দুইদিন পতন আর তিন কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আরও একটি সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার।

আলোচিত এ সপ্তাহে (১৯ মার্চ রোববার-২৪ মার্চ বৃহস্পতিবার) সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাজার মূলধনও।

এর আগের সপ্তাহে একদিন স‍ূচক পতন আর চার কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিলো।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের লেনদেনকে ঘিরে ইতিবাচক ধারায় আরও একটি সপ্তাহ পার হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহের শেষ তিনদিন লেনদেনের শীর্ষে ছিলো ব্যাংক খাত।

এর ফলে সপ্তাহে শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন অর্থাৎ বিনিয়োগকারীদের পুঁজি ৯৬৩ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ২৯১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৪৪ কোটি ২১ লাখ ৯৬ হাজার ২৭৫ টাকায়। এর আগের সপ্তাহে ৭৮২ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৪৩৬ টাকা বেড়ে দাঁড়িয়ে ছিলো ৩ লাখ ৭৭ হাজার ১৮০ কোটি ২২ লাখ ৮ হাজার ৯৮৪ টাকায়।

মার্চের এই সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় ৫ হাজার ৬৯৩ কোটি ৪৪ লাখ ৭  হাজার ৪০৩ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৫ হাজার ১৮৮ কোটি ২১ লাখ ৭২ হাজার ৮৬৭ টাকার। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৫ হাজার ৩৩০ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৪০৩ টাকা। সব মিলে গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন হয়েছে ১ হাজার ১৩৮ কোটি টাকার।

এদিনে তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ২৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬ পয়েন্ট দাঁড়িয়েছে। তবে ডিএসইএস শরিয়াহ সূচক ৯ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২৮টি, কমেছে ১৮৩টি আর অপরিবর্তিত ছিলো ২১ কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া মধ্যে দাম বেড়েছিলো ১৬১টি, কমেছে ১৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের সপ্তাহের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৫৮ পয়েন্ট দাঁড়িয়েছে। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৫২ লাখ ৬ হাজার ৪৬৮ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩৭২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৭৮ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩০৯ কোটি টাকা।
 
সে সময় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টি, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।