ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
সূচক ও লেনদেন উভয়ই কমেছে

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। এর ফলে একদিন (সোমবার) সূচক বৃদ্ধির পর টানা দুই কার্যদিবস দরপতন হলো। এর আগের টানা আট কার্যদিবস দরপতন হয়েছিলো।

বুধবার দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৩ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, বুববার ডিএসইতে ২২ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৪৮৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৮৪ কোটি ১৮ লাখ ২৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭০৫ কোটি ৭১ লাখ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৬০ কোটি ৮২ লাখ ১৩ হাজার টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১ দশমিক ০১ পয়েন্ট কমে ২ হাজার ৫৫ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ২ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৪টি, কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৭২ পয়েন্ট কমে ১০ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৩ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৯২ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২ কোটি ২৫ লাখ ২ হাজার ৬২১ টাকার।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০০টি, কমেছে ১১২টি এবং ২১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১৯,২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।