ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পাঁচ কার্যদিবস পর বাড়লো সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
পাঁচ কার্যদিবস পর বাড়লো সূচক

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর সূচক উত্থানের দেখা পেলো দেশের পুঁজিবাজার। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৭৮ পয়েন্ট। 

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, বাজার মূলধন।

এর আগে গত ১৭ এপ্রিল (সোমবার) সূচক বাড়ার পর টানা পাঁচ কার্যদিবস পতন হয়।

যার ফলে সূচক নেমে আসে সাড়ে ৫ হাজার পয়েন্টের নিচে।
 
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ১৫ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ৮৬১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫০০ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯৯ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকার। তার অাগের দিন লেনদেন হয়েছিলো ৫০৬ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকায়।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৩টি, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৭ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫ লাখ ১৯ হাজার ৩৯৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ৬৯ লাখ ৪৬৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪ কোটি ২৭ লাখ ১৯ হাজার ২৬ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৭টি, কমেছে ৭৭টি এবং ১৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৫,২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।