ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা চার কার্যদিবস সূচক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৭
টানা চার কার্যদিবস সূচক পতন

ঢাকা: প্রথম কার্যদিবসের মতো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (জুন ১২) সূচক পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে টানা চার কার্যদিবস সূচক পতন হলো। 

দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট।

টানা চার কার্যদিবস সূচক পতনের ফলে ডিএসইতে মোট সূচক কমেছে ৫০ পয়েন্ট। তবে তার আগে টানা ছয় কার্যদিবস সূচকের উত্থান হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ১০ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১৮৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৭০ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬৯ কোটি ১ লাখ ২৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৭ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা।  

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ১৪ পয়েন্ট কমে ১০ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ২৫ লাখ ১৫ হাজার ১৫২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ২৪ কোটি ২০ লাখ ১৪ হাজার ৭০৬ টাকার।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭১টি, কমেছে ১০৮টি এবং ৪৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।