ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
দরপতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

এর ফলে টানা দুই কার্যদিবস দেশের পুঁজিবজারে দরপতন হলো। তবে তার আগে টানা তিনদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় বাজারে লেনদেন হয়।

রোববার (৩০ জুলাই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে সকাল ১০টা ৫২ মিনিট পর্যন্ত। এরপর শুরু হয় সূচকের ওঠানামা যা দিনের লেনদেনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৩৭ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, বোরবার ডিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ ১৪ হাজার ১০৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬০১ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা।  

এর আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৭১২ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩৮ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫৬ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ০২ পয়েন্ট কমে ৫ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস৩০ মূল্য সূচক ২ দশমিক ২৯ পয়েন্টে কমে ২ হাজার ১২৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ৩১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৭ দশমিক ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।

রোববার সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ৮০৫ টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৫১ কোটি ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ২ লাখ ৪০ হাজার ৪১৩ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৭১ লাখ ২০ হাজার ৩১৫ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৫২টি এবং ২৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।