ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই ব্যাংকের দুই পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
দুই ব্যাংকের দুই পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানির দুই পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এরা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক অশোক কুমার সাহা এবং সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক হোসাইন মাহামুদ। দুই পরিচালক মোট ৫ লাখ ৬৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে বলা হয়, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক অশোক কুমার স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ লাখ এবং সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক হোসাইন মাহামুদ ৬৫ হাজার শেয়ার কিনবেন।

তারা দুজন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার মূল্যে এই শেয়ার কিনবেন।

বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার কেনা বেচা হচ্ছে ১৬ টাকায়। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৯০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।

এছাড়াও সিটি ব্যাংকের শেয়ার ৪৬ দশমিক ২০ টাকায় কেনাবেচা হয়েছে। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩১ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
 এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।