ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় দরপতন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
পুঁজিবাজারে বড় দরপতন 

ঢাকা: বড় ধরনের সূচক পতনের মধ্যদিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৫৯ পয়েন্ট কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১১ পয়েন্ট।


 
সূচকের পাশাপাশি সোমবার কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। ফলে ডিএসইতে সূচক কমলো টানা চার কার্যদিবস, আর সিএসইতে সূচকের এ ধারা পাঁচ কার্যদিবসের।
 
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২১ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ১১৮ টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৬৬ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয় ৬৬২ কোটি ১ লাখ ৯ হাজার টাকার। তার আগের দিন লেনদনে হয়েছিল ৭৮০ কোটি ৪৭ লাখ ১ হাজার টাকার। এরও আগের দিন লেনদেন হয় ১ হাজার ৮২ কোটি টাকার।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৯ দশমিক ০৭ পয়েন্ট কমে ৬ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৩ দশমিক ৮৪ পয়েন্টে কমে ২ হাজার ১৮৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ৮ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮ টির, কমেছে ১৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১১ পয়েন্ট কমে ১১ হাজার ৪৫৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২২৬ টাকা। এর আগের দিন লেনদেন হয় ৫৪ কোটি ৯৫ লাখ ১ হাজার ৯৭৩ টাকার। তার আগের দিন লেনদনে হয় ৪৯ কোটি ১৪ লাখ ২৫ হাজার ১৪৮ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৫১ কোটি ১৭ লাখ ১০৮ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
 এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।