ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাড়ে চার লাখ শেয়ার কিনবেন কর্ণফুলীর দুই পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
সাড়ে চার লাখ শেয়ার কিনবেন কর্ণফুলীর দুই পরিচালক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্সের দুই পরিচালক কোম্পানিটির প্রায় সাড়ে চার লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। পরিচালকরা হলেন- উম্মে খাদিজা মেঘনা এবং নিজাম হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
 
এতে বলা হয়, ব্যক্তি পরিচালক উম্মে খাদিজা মেঘনা কোম্পানির ১ লাখ ২০ হাজার শেয়‍ার এবং কোম্পানির করপোরেট উদ্যোক্তা-পরিচালক (চেয়ারম্যান নিজাম উদ্দিনের স্ত্রী এবং কোম্পানির পরিচালক হাসিনা নিজামের নামের প্রতিষ্ঠিত) নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানির ৩ লাখ ২৫ হাজার শেয়ার কিনবেন।

আগামী ৩০ কার্যদিবসে বর্তমান বাজার মূল্যে তারা এ শেয়ার কিনবেন।
 
সোমবার কোম্পানির শেয়ারের দাম ছিলো ১৯ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটি ২০১৫ এবং ১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে।
 
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।