ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

টানা পাঁচ কার্যদিবস ডিএসইতে সূচক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
টানা পাঁচ কার্যদিবস ডিএসইতে সূচক পতন

ঢাকা: দিনভর সূচকের ওঠা নামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)  লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। এর মধ্য দিয়ে ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস এবং সিএসইতে টনা ছয় কার্যদিবস সূচকের পতন হলো।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২২ কোটি ৭১ লাখ ৪২ হাজার ২৪০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭১৫ কোটি ২২ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬৬ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ১ লাখ ৯ হাজার টাকার। তারও আগের দিন লেনদনে হয়েছিলো ৭৮০ কোটি ৪৭ লাখ ১ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০মূল্যসূচক ৩ দশমিক ২৩ পয়েন্টে কমে ২ হাজার ১৮২ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১১ হাজার ৪৫০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২২৬ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।