ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বন্ড ছেড়ে ৯শ কোটি তুলবে ২ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
বন্ড ছেড়ে ৯শ কোটি তুলবে ২ ব্যাংক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ও ওয়ান ব্যাংক বন্ড ছেড়ে বাজার থেকে মোট ৯শ কোটি টাকা তুলবে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪শ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি টায়ার-২ মূলধন শর্তপূরণে এ বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। বন্ড থেকে আয় ক্যাপিটাল হিসেবে বিবেচিত হবে।  

এছাড়া ব্যাংকের বিনিয়োগ ঋণ পোর্টফোলিও বৃদ্ধিতে সহয়তা করবে। একই কারণে ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৫শ কোটি টাকা তুলবে। তবে এর জন্য প্রাইভেট প্লেসমেন্টে বন্ড ইস্যু করতে হবে।  
 
এখন ব্যাংক দু’টি টাকা তোলার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করবে। কমিশন অনুমোদন দিলেই টাকা তুলতে পারবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।