ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শেয়ারবাজার

বাজারের স্বার্থে রেগুলেটরিগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বাজারের স্বার্থে রেগুলেটরিগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি সিএসই চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন-ছবি- ডি এইচ বাদল

ঢাকা: অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট দুর্বল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।
 

তিনি বলেন, দেশের উন্নয়নের সঙ্গে পুঁজিবাজারে অবদান বাড়ছে না। এখনো আমাদের অর্থনীতি ব্যাংক ঋণের ওপর নির্ভর।

দেশে যত বড় বড় প্রকল্প হচ্ছে সেগুলো ব্যাংক ঋণ নিয়ে করা হচ্ছে। এ প্রকল্পের টাকা পুঁজিবাজার থেকে নেওয়া উচিত।
 
রোববার (২৯ অক্টোবর) সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
 
পুঁজিবাজারের বড় শক্তি বিনিয়োগকারীদের আস্থা উল্লেখ করে সিএসসি চেয়ারম্যান বলেন, ২০১০ সালের পর থেকে আর কেলেঙ্কারি হয়নি। বাজার মোটামুটি ভালো আছে। বাজারের প্রয়োজনে এখন গভীরতা ও লেনদেন বাড়াতে হবে।
 
এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, পুঁজিবাজারের উন্নয়নে সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করানোর জন্য সরকার উদ্যোগ নিলেও ওইসব কোম্পানির কর্মকর্তাদের জন্য তা সম্ভব হচ্ছে না। তারা অনৈতিক সুযোগ-সুবিধা নিয়ে থাকেন।
 
সংবাদ সম্মেলনে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বলেন, সিএসইর লেনদেন বৃদ্ধির জন্য ব্রোকারেজ হাউজের সদস্যদের সক্রিয়া কর‍া হচ্ছে। স্ক্রিপ্ট নেটিং চালুর চেষ্টা করছি। এতে বাজারে স্বচ্ছতা বাড়বে। মিউচ্যুয়াল্ড ফান্ডগুলো পুঁজিবাজারে সঠিকভাবে ভূমিকা রাখার জন্য ইটিএফ চালু করা হচ্ছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না।
 
এমডি বলেন, বর্তমান বাজারের সমস্যা হচ্ছে পুঁজিবাজার সংশ্লিষ্ট সব রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা। দেশের পুঁজিবাজারের স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণের আগে সব রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নিতে হবে।
 
এছাড়াও বাজারে কোয়ালিটিসম্পন্ন কোম্পানি আনা জরুরি বলেও জানান তিনি।
 
এসময় সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।