ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শেয়ারবাজার

লভ্যাংশ দেয়নি বিচ হ্যাচারি ও সমতা লেদার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
লভ্যাংশ দেয়নি বিচ হ্যাচারি ও সমতা লেদার 

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো- খাদ্য ও আনুষাঙ্গিক খাতের বিচ হ্যাচারি লিমিটেড এবং চামড়া খাতের সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

৩০ জুন ২০১৭ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিষ্ঠান দু’টির পরিচালনা পরিষদ এ সিদ্ধান্ত নেয়।  

বুধবার (০১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শেয়ারহোল্ডাদের অনুমোদনের জন্য সমতা লেদার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানির রেকড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস দাঁড়িয়েছে দশমিক ১৭ পয়সা (নেগেটিভ)। এনএভি ১৪ দশমিক ৫৯ টাকা।

অন্যদিকে বিচ হ্যাচারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। কোম্পানির রেকড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।  

গত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস দাঁড়িয়েছে দশমিক ৩৯ টাকা (নেগেটিভ)। এনএভি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ টাকা।
 
 বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
 এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।