ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই থেকে রাজস্ব আয় কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ডিএসই থেকে রাজস্ব আয় কমেছে

ঢাকা: পরপর দুই মাস রাজস্ব আদায় বাড়ার পর সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রাজস্ব আয় কমেছে। হঠা‍ৎ করে লেনদেন কমে যাওয়ায় ডিএসইতে রাজস্ব আয় কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, অক্টোবর মাসে ডিএসই থেকে সরকারের ২৩ কোটি ২৮ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। যা টাকার অংকে সেপ্টেম্বর মাসে ছিলো ৩০ কোটি ৮২ লাখ টাকা।

সেই হিসেবে অক্টোবর মাসে রাজস্ব আয় কমেছে ৭ কোটি ৫৪ লাখ টাকা বা ২৪ শতাংশ।

এই রাজস্ব আয় হয় দুই ধরনের লেনদেন থেকে। এর মধ্যে অক্টোবর মাসে ব্রোকারেজ হাউজের টার্নওভার থেকে ১৫ কোটি ৭০ লাখ টাকা এসেছে। আর ৭ কোটি ৫৮ লাখ টাকা এসেছে উদ্যোক্তা-পরিচালকদের এবং প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে।

অন্যদিকে সেপ্টেম্বরে মোট রাজস্ব আয়ের ১৯ কোটি ৯৩ লাখ টাকা এসেছিল ব্রোকারেজ হাউজের টার্নওভার থেকে। আর ১০ কোটি ৮৯ লাখ টাকা এসেছিল উদ্যোক্তা-পরিচালকদের এবং প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।