ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থানে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
সূচক উত্থানে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি এদিন বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

 

ফলে গত মঙ্গলবার (২১ নভেম্বর) সূচক পতনের পর বুধবার (২২ নভেম্বর), বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এবং রোববার (২৬ নভেম্বর) টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। তার আগেও টানা তিন কার্যদিবস সূচক বেড়েছে।

ডিএসই’র তথ্য মতে, রোববার বাজারে ২৩ কোটি ৫ লাখ ২৯ হাজার ১১৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৯০ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৫৪ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৯৮ কোটি ৫২ হাজার টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৮০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।
অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৬৮৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৬১৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৫৭ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।