ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর ফের দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
একদিন পর ফের দরপতন

ঢাকা: দিনভর সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে এক কার্যদিবস পর ফের পুঁজিবাজারে পতন হলো।

এদিন সূচকের পাশাপাশি লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬০ পয়েন্ট।

এর আগের কার্যদিবস মঙ্গলবার (১২ ডিসেম্বর) টানা চার কার্যদিবস সূচক পতনের পর উত্থান হয়েছিলো। ওইদিন ডিএসইতে সূচক বেড়েছিলো ৫৪ পয়েন্ট। আর সিএসইতে সূচক বেড়েছিলো ১০৭ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, বুধবার বাজারে ১১ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৭০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪০৬ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪৩ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯১ কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩২ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ দশমিক ৫২ পয়েন্ট কমে ৬ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ২৫১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬০ দশমিক ১৫ পয়েন্ট কমে ১১ হাজার ৬৪২ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩০ কোটি ২২ লাখ ৬০ হাজার ৮০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৫৭ হাজার ৩১৬ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৮৪লাখ ৬৪ হাজার ৯১০ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।