ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের বড় ধরনের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
সূচকের বড় ধরনের উত্থান

ঢাকা: সূচকের বড় ধরনের উত্থানের মধ্যেদিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।

এর আগে টানা তিন কার্যদিবস সূচক পতন হয়েছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম বাড়ায় বৃহস্পতিবার দেশের উভয় বাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ব্যাংক খাতের তালিকাভুক্ত ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টির। কমেছে ৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৪টি ব্যাংকের শেয়ারের দাম।

আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে দাম ১৬টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ৪টির আর অপরিবর্তত রয়েছে ৩টির শেয়ারের দাম। অন্যদিকে বিমা খাতের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৩টির আর অপরিবর্তত রয়েছে ৯টির শেয়ারের দাম।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ১৪ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৯১৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬২৮ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫১ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭১ কোটি ৪১ লাখ ৯২ হাজার টাকা। তারও আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৮৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১১ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮৭ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ১৮০ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৮১৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭ কোটি ৮ লাখ ৪৯ হাজার ২৩৮ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ৭১ লাখ ৭ হাজার ৯৪৭ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।