ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আইপিওর অনুমোদন পেলো বসুন্ধরা পেপার মিলস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
আইপিওর অনুমোদন পেলো বসুন্ধরা পেপার মিলস

ঢাকা: বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহম‍ান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ারের বিনিময়ে ২০০ কোটি টাকা উত্তোলনের প্রস্তাব অনুমোদন করছে কমিশন। এর মধ্যে ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৮০ টাকা মূল্যে (প্রতি শেয়ার) কিনবে। আর বাকি ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ৭২ টাকা দামে কেনার জন্য দেশি-বিদেশি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা আবেদন করবেন।
 
এর আগে গত বছর কমিশনের ৬১০তম সভায় কোম্পানিটিকে ইলেক্ট্রনিক বিডিংয়ের মাধ্যমে ইস্যু-মূল্য (কাট অব প্রাইস) নির্ধারণের অনুমোদন দেওয়‍া হয়। পরে কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে মূলধন সংগ্রহ করতে বিডিং সম্পন্ন করে। আইপিওর টাক‍া দিয়ে যন্ত্রপাতি, সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটানোর জন্য ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।