ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
পুঁজিবাজারে ব্যাপক দরপতন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩১ জানুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধন। এর ফলে ২৯ জানুয়ারি (সোমবার) বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণার পর টানা দুই (মঙ্গল ও বুধবার) কার্যদিবস দরপতন হলো।

  

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ১২ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৬০৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৭২ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৩৯৯ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪১৩ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ২৩৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক দশমিক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫৭ পয়েন্ট কমে ১১ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ১১৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ১৪ লাখ ৫ হাজার টাকার।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২০০টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।