ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে ডিএসইতে বাজার মূলধনও বেড়েছে।

একদিন সূচক পতনের পর পুঁজিবাজারে আবারো সূচক উত্থান হলো। তবে তার আগের দুই কার্যদিবস বৃহস্পতি ও রোববার উভয় বাজারে উত্থান হয়েছে।

এদিন বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি ওষুধ ও রসায়ন খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। তবে দিনভর ছিলো শেয়ার বিক্রির চাপ।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ১৩ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ২৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫০৩ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৬ কোটি ৬৩ লাখ ৬২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৫ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকার।
 
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৬ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করছে।  

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ২ লাখ ৯৯ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।