ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন ৬শ’ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ডিএসইতে লেনদেন ৬শ’ কোটি

ঢাকা: সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় দ্বিগুণ বেড়ে ৬শ’ কোটিতে পৌঁছেছে। লেনদেনের পাশাপাশি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসইতে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে ডিএসইতে বাজার মূলধনও বেড়েছে।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) একদিন সূচক পতনের পর টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। তবে তার আগের দুই কার্যদিবস গত সপ্তাহের বৃহস্পতি ও চলতি সপ্তাহের রোববার উভয় বাজারে উত্থান হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে ১৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার ৬৫৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬২১ কোটি ১৯ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫০৩ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৬ কোটি ৬৩ লাখ ৬২ হাজার টাকার।  
 
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১০২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩২ লাখ টাকা। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।