ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
সূচকের উত্থানে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের কার্যদিবস (০৪ মার্চ) রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে টানা চার কার্যদিবস বাড়লো। তবে তার আগের সাত কার্যদিবস সূচক পতন হয়েছে।

আগের দিনগুলোর মতই রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো দুপুর পৌনে ১২টা পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন, যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৭ বেড়েছে পয়েন্ট।  

এদিন আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, বিমা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বেড়েছে। ফলে বাজারে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ৯ কোটি ৬৮ লাখ ৭ হাজার ১৮৫ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৬৩ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৪২২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ১৭৮টির এবং ৪৭টির অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৬৯৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৫ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৩৩৮ টাকার।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৫৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।