ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কমেছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
কমেছে সূচক ও লেনদেন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ মার্চ) সূচকের নিম্নমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।মঙ্গলবারের মতোই এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে সকাল সোয়া ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের লেনদেনের শেষ পর‌্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৫ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে ৩৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে কেমেছে বাজার মূলধনও। তবে সোমবার দরপতনের পর মঙ্গলবার সূচকের উত্থানের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, বুধবার বাজারে ১১ কোটি ৯ লাখ ২০ হাজার ২৪ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪০৫ কোটি ৭৩ লাখ ২১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৬ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১২ দশমিক ২৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪৩ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ১০ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১০৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।