ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের পুঁজি নেই ২ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
বিনিয়োগকারীদের পুঁজি নেই ২ হাজার কোটি টাকা

ঢাকা: তিন কার্যদিবস উত্থান আর দু’দিন পতনের মধ্য দিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহের (৪-৮ মার্চ) অধিকাংশ দিন সূচকের উত্থানের ফলে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

তবে কমেছে সূচক ও লেনদেন। এ কারণে চলতি মাসের শুরুতেই বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে ২ হাজার ৩৪৬ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৮৯৫ টাকা।


 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকার ও পুঁজিবাজার সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের ‘লাইফ সাপোর্ট’র ফলে পুঁজিবাজারে দরপতন কিছুটা থেমেছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। তারা শেয়ার কেনার চেয়ে বিক্রি করছেন বেশি। ফলে বিক্রির চাপে লেনদেন কমছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে। ৩৪০টি সিকিউরিটিজের ১ হাজার ৮৫৯ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৮৫২ টাক‍ার লেনদেন হয়েছে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার গত ২০ মাসের মধ্যে সর্বনিন্ম লেনদেনের রেকর্ডও গড়েছে। সব মিলে বিদায়ী সপ্তাহে আগের সপ্ত‍াহের চেয়ে দশমিক ৪৫ শতাংশ কম লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৩৩৯টি সিকিউরিটিজের মোট ১ হাজার ৮৬৭ কোটি ৯৪ লাখ ৮১ হাজার ১৬০ টাকা লেনদেন হয়েছিলো।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৯টির, অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছিলো ১১৩টির, কমেছিলো ২০৩টির আর অপরিবর্তিত ছিলো ২২টি কোম্পানির শেয়ারের দাম।
 
বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ালেও গত সপ্তাহে বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৮২৭ দশমিক ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস শরীয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এসবের ফলে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার ৫০১ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৮৯৫ টাকা কমে ৪ লাখ ৬ হাজার ৩৪৪ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ৩৯৭ টাকায় দাঁড়িয়েছে।
 
একই সময়ে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৪৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে ছিলো ১০ হাজার ৯১১ পয়েন্ট।
 
এই সময়ে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ কোম্পানির শেয়ারের দাম। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৩২ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকা।
 
এর ফলে সিএসই’র বিনিয়োগকারীদের পুঁজি ৮৪৫ কোটি টাকা হারিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৬৯০ কোটি ৩০ লাখ টাকায়।
 
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।