ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা চার কার্যদিবস উত্থানের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ এপ্রিল) সূচকের নিম্নমুখী প্রবণতাল মধ্যে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেন।

এদিন আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা বেড়ে ডিএইতে লেনদেন হয়েছে ৭১০ কোটি টাকা। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৮ নভেম্বর এ বাজারে লেনদেন হয় ৮১৩ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকা।

এর ফলে ডিএসইতে গত বুধ, বৃহস্পতি, রোব এবং সোমবার টানা চার কার্যদিবস পর সূচক কমলো। অন্যদিকে সিএসইতে সূচক কমলো টানা তিন কার্যদিবস পর।

বাজারেরর এই পতনকে মূল্যসংশোধন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, উত্থান-পতন পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২৩ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ২৫৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯১ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৫ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ২ দশমকি ৬৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪১ দশমিক ৫০ দাঁড়িয়েছে ১০ হাজার ৯৩৩ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৩ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।