ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর ফের দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
একদিন পর ফের দরপতন

ঢাকা: আগের কার্যদিবস সূচক সামান্য বৃদ্ধির পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ এপ্রিল) নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে একদিন পর পুঁজিবাজারে আবারো দরপতন হলো। এর আগের টানা চার কার্যদিবস দরপতনের পর সোমবার উভয় বাজারে সূচক উত্থান হয়েছিলো।

এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়ে চলে পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে সূচকে মিশ্র প্রবণতা শুরু হয়। যা দিনের বাকি সময় পর্যন্ত অব্যাহত ছিলো।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে দশমিক ৪১ পয়েন্ট।  

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার এ বাজারে ১৩ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ২৭৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৭৬ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৫ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট কমে ২ হাজার ১৭৬ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮৭ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৫৮ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।