ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়ালো ব্যাংক খাতের শেয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
সূচক বাড়ালো ব্যাংক খাতের শেয়ার

ঢাকা: ব্যাংক খাতের শেয়ারের উপর ভর করে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

আগের কার্যদিবস মঙ্গলবারের (১৭ এপ্রিল) মতো বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। এরপর সরকারি প্রতিষ্ঠান আইসিবিসহ বেশ কিছু মার্চেন্ট ব্যাংকের মার্কেট সাপোর্টের ফলে সূচক বাড়তে শুরু করে।

যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের বাকি সময় পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৭৪ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক খাতের সব শেয়ারের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বাজারে তালিকাভুক্ত ত্রিশটি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে ২৯টির শেয়ারের, কমেছে ১টির। এ কারণেই উভয় বাজারে সূচক বেড়েছে বলে মনে করেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী।

ডিএসইর তথ্য মতে, বুধবার এ বাজারে ১৫ কোটি ৮৫ লাখ ৪ হাজার ৭৩৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫০৭ কোটি ৭৬ লাখ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৫ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৫ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬১ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৪ কোটি ৫৮ লাখ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১২৫টির, আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।