ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফের সূচক-লেনদেন নিম্নমুখী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ফের সূচক-লেনদেন নিম্নমুখী

ঢাকা: সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

রোববার (২২ এপ্রিল) সূচকের ওঠানামার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।

তবে বেলা ১২টা নাগাদ শেয়ার বিক্রির চাপে সূচক নিন্মমুখী হতে থাকে। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৬৩ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, রোববার এ বাজারে ১৩ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৫০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৪১ লাখ ১৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৭ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার টাকার।  তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬১ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ দশমিক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ১১ পয়েন্ট কমে ২ হাজার ২৪৭ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১২ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৬৩ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮২১ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৫৬ লাখ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।