ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের পতনে সপ্তাহ শেষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ৩, ২০১৮
সূচকের পতনে সপ্তাহ শেষ ডিএসই-সিএসই লোগো

ঢাকা: দরপতনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) পুঁজিবাজারে সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশপাশি কমেছে লেনদেনের পরিমাণ। এর আগেরদিনও পুঁজিবাজারে বড় পতন হয়েছিল। 

বৃহস্পতিবার দিনভর সূচকের উঠানামার মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৫৮ পয়েন্ট।

এদিকে সূচক কমলেও বেশির ভাগ কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ডিএসইতে লেনদেনও কমেছে। এর ফলে গত দুই কার্যদিবস দরপতন হলো। তবে তার আগের দুই কার্যদিবস সূচক বেড়েছিল।  

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ১২ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ২২১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ১৭ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৫৯২ কোটি ৭৬ লাখ ২১ হাজার টাকা।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪০ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৫ দশমিক ২২ পয়েন্ট কমে ২ হাজার ১২৮ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫৮ দশমিক ২৬ পয়েন্টে কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৭৯ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।