ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, মে ১৩, ২০১৮
সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে।

রোববার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। যা চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয়েছে নিম্নমুখী প্রবণতা।

বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে।

প্রধান সূচক কমলেও ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮২ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ৩ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৭শ’ ৭১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ১৪২ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৭০টির।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪১২ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৮ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।