ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুন ৩, ২০১৮
সূচক পতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা পাঁচ কার্যদিবস দরপতন হলো। তবে তার আগে টানা দুই কার্যদিবস সূচক উত্থান হয়েছিলো।

রোববার সূচকের ওঠামানার মধ্য দিয়ে ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। তারপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন।

যা দিনের অবশিষ্ট লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৬ পয়েন্ট।

ডিএসই’র তথ্যমতে, এদিন ৯ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩৮৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬১ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬১ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ৯১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’র প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১০ দশমিক ১৩ পয়েন্ট কমে এক হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ৪৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৩২ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৯০ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২১ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা,জুন ০৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।