ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জুন) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের পুঁজিবাজারে লেনদেন। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে। যা অব্যাহত থাকে বেলা সোয়া ১১টা পর্যন্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে। এর আগের দিন একই সময়ে সূচক বেড়েছিল ৫২ পয়েন্ট।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২২ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১৬ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে মোট ৩ কোটি ১২ লাখ ২৪ হাজার ৭০৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১৭০ কোটি ৩৮ লাখ টাকা। এর আগের দিন একই সময়ে ৩ কোটি ৬ লাখ ৭২ হাজার ৩১৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছিল। লেনদেন হয়েছিল ১৮৬ কোটি ৫০ লাখ টাকার।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির। এর আগের দিন একই সময়ে দাম বেড়েছিল ২০৫টির, কমেছিল ৩৬টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২০৭ পয়েন্টে। এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১৭ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৪২ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন দেশের ‍উভয় বাজারে ব্যাংক ব আর্থিক প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগখাতের বেশিরভাগ খাতের শেয়ারের দাম বেড়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।