ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৫০ শতাংশ, বেড়েছে মূলধনও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৫০ শতাংশ, বেড়েছে মূলধনও

ঢাকা: তিনদিন উত্থান আর দুই কার্যদিবস দরপতনের মধ্যদিয়ে আরও একটি সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনেদেন বেড়েছে ৫০ শতাংশের বেশি। লেনদেনের পাশাপাশি বাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ বাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে উভয় বাজারে বিনিয়োগকারীদেরও পুঁজি অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে ঢাকার বাজারে বেড়েছে ৪৮২ কোটি আর চট্টগ্রামের বাজারে ৯৬৮ কোটি টাকা।

এর আগের সপ্তাহে বেড়েছে ৪ হাজার ৮২৩ কোটি টাকা।

ডিএসই’র তথ্য মতে, আলোচিত এই সপ্তাহে পাঁচ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৫০ কোটি ২২ লাখ ৫৪ হাজার ১১০ টাকা। এর আগের সপ্তাহে চারদিন লেনেদেন হয়েছিল ৩ হাজার ৫৬ কোটি ৭০ লাখ টাকার। যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৭৯৩ কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৩৯ টাকা বেশি। আর শতাংশের হিসাবে ৫৮ দশমিক ৬৮ শতাংশ বেশি।

লেনদেন বাড়লেও বিদায়ী সপ্তাহে তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯০৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে এই সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
 
এর ফলে ডিএসইতে বিনিয়োগকারীদের বাজার মূলধন ৪৮২ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮৭৭ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ৩১১ টাকা। এর আগের সপ্তাহে ১ হাজার ৬৬০ কোটি ৫০ লাখ ৩০ হাজার ১৯৫ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৩ লাখ ৮৬ হাজার ৩৯৫ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৬৬১ টাকায়।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক ১১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৯৩ পয়েন্ট দাঁড়িয়েছে। গত সপ্তাহে এই বাজারে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৯৬১ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২১০ কোটি ৭০ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকার।
 
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির। বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের মূলধন ৯৬৮ কোটি ১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ২৫০ কোটি ৭ হাজার টাকা। এর আগের সপ্তাহে ৩ হাজার ১৬২ কোটি টাকা বেড়ে ৩ লাখ ১৬ হাজার ২৮২ কোটি টাকায় দাঁড়িয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।