ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা তিন কার্যদিবস দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
টানা তিন কার্যদিবস দরপতন

ঢাকা: সূচক পতনের মধ্যদিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠা-নামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৬ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এসবের ফলে কমেছে বাজার মূলধন।

এ নিয়ে টানা তিন কার্যদিবস দরপতন হলো।

দরপতনের দিনে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতে শেয়ারে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। এর ফলে বড় ধরনের দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ২১ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৩৫৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৬২ লাখ ৫৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৫৪ কোটি ৪৩ লাভ ৯১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭১৬ কোটি ৬১ লাখ ৫৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৮৭৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ১৪ দশমিক ২৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৫৮ পয়েন্ট কমে এক হাজার ৮৯০ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৪ দশমিক ৩২ পয়েন্ট কমে এক হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি।
 
দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৯ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ৭৪৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫ কোটি ৭৪ লাখ ১৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৭৯৮ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।