ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ওয়েস্টার্ন মেরিন ও পদ্মা লাইফকে সতর্ক করল কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
ওয়েস্টার্ন মেরিন ও পদ্মা লাইফকে সতর্ক করল কমিশন

ঢাকা: নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
 

বুধবার (০১ আগস্ট) কমিশনের ৬৫৪তম সভায় এ সিদ্ধান্ত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নির্ধারিত সময়ে ২০১৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়নি। এছাড়াও ২০১৫ সালের ১ম প্রান্তিকের, অর্ধবছরের ও ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেয়নি। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২(৩এ) এবং কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৫/অ্যাডমিন/০৩-৩১ ভঙ্গন।

একই আইন লঙ্গন করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৫-১৬ অর্থবছরের ১ম প্রান্তিকের ও অর্ধবছরের, ২০১৬-১৭ অর্থবছরের ১ম প্রান্তিকের, অর্ধবছরের ও ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দেয়নি। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২(৩এ) এবং কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৫/অ্যাডমিন/০৩-৩১ ভঙ্গন।

এ কারণে কোম্পানি দু’টিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এছাড়া ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড তদন্তাধীন সময়ে সংশ্লিষ্ট গ্রাহকের হিসাবে সব লেনদেনের ক্ষেত্রে লিখিত ক্রয়-বিক্রয় আদেশ দিতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ ও দ্বিতীয় তফসিল এর আচরণ বিধি ১ ও ২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৪(১) এর বিধান লঙ্গন। যে কারণে এ প্রতিষ্ঠানটিকেও সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।