ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: দিনভর সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কার্যদিবস সূচক পতন হলো।

 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য মতে, রোববার এ বাজারে ১৭ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৫৬০টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৪ কোটি ৮৪ লাখ ৯২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৬১ টাকার বেশি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৬ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৫ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭৫ পয়েন্ট কমে ১০ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।
 
লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ৬০ লাখ ৪৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।