ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সিলভা ফার্মায় ২৮ টাকা মুনাফা পেলেন বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
সিলভা ফার্মায় ২৮ টাকা মুনাফা পেলেন বিনিয়োগকারীরা

ঢাকা: পুঁজিবাজারে লেনদেনের প্রথম কার্যদিবসে সিলভা ফার্মাসিউটিক্যালসের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ১৮ টাকা থেকে ২৮ টাকা। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা। অর্থাৎ ১০ টাকার একটি শেয়ারে বিনিয়োগ করে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে সর্বনিম্ন ১৮ টাকা।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্র মতে, বুধবার (১০ অক্টোবর) কোম্পানির শেয়ার সর্বনিম্ন ২৮ দশমিক ১০ টাকা থেকে ৩৮ টাকায় লেনদেন হয়েছে।

যার গড় শেয়ারের দাম বেড়েছে ১৯০ শতাংশ।

এদিন ২৮ দশমিক ১০ টাকা থেকে ৩৮ টাকায় কোম্পানিটির মোট ৭১ লাখ ৬৪ হাজার ৭৬৩টি শেয়ার ২১ কোটি ৩৫ লাখ ৭২ হাজার টাকায় লেনদেন হয়েছে। শেয়ারগুলো মোট ১২ হাজার ৪২৫ বার হাত বদল হয়েছে।

উল্লেখ্য, পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করে। এ কোম্পানির শেয়ার পেতে আইপিওতে চাহিদার চেয়ে ২৪ দশমিক ৭৮ গুণ বেশি আবেদন জমা পড়ে। উত্তোলিত টাকা কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওতে ব্যবহার করবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।