ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পাঁচ কার্যদিবস পর সূচক বাড়লো পুঁজিবাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পাঁচ কার্যদিবস পর সূচক বাড়লো পুঁজিবাজারে

ঢাকা: ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম বাড়ায় টানা পাঁচ কার্যদিবস পর সপ্তাহের চতুর্থ দিনে বুধবার (০৭ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

স‍ূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে গত বুধবার থেকে-চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত মোট ৫দিন পর সূচক বাড়লো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২ হাজার কোটি টাকার ফান্ডের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করার পাশাপাশি চীনা কনসোটিয়ামের অর্থও পুঁজিবাজারে বিনিয়োগ শুরু হয়েছে। এর ফলে বাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে।

বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়ে চলে শেষ পর্যন্ত। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ে ৩৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ে ৮৮ পয়েন্ট।

বাজারে বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক খাতের তালিকাভুক্ত ত্রিশ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ৪টির আর অপরিবর্তিত রয়েছে ৮ কোম্পানির শেয়ারের দাম। প্রকৌশল খাতের ৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দাম। একইভাবে বেড়েছে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই’র তথ্যমতে, বুধবার এ বাজারে ১২ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৩৬২টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪০ কোটি ৩ লাখ ৬ হাজার টাকার।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় এক হাজার ২০৭ পয়েন্টে।

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৩ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৮৪টির এবং ২৫টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৪০২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৮৭৫ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।