ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংকের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ব্যাংকের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এর ফলে পাঁচ কার্যদিবস দরপতনের পর টানা তিন কার্যদিবস সূচক বাড়লো।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা অব্যাহত ছিলো লেনদেনের শেষ সময় পর্যন্ত। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৫ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২ হাজার কোটি টাকার ফান্ডের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করার পাশাপাশি, চীনা কনসোর্টিয়ামের অর্থও পুঁজিবাজারে বিনিয়োগ শুরু হয়েছে। এর ফলে বাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে।

ডিএসই’র তথ্যমতে, রোববার এ বাজারে ১২ কোটি ৮৭ লাখ ৫ হাজার ১৮টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৭০ লাখ ২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৪ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২১৫ পয়েন্টে।

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৮ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৮৩টির এবং ৩০টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার টাকা। তার দিন লেনদেন হয়েছিলো ২১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৪০২ টাকা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।