ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচক বাড়লো টানা দু’দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
সূচক বাড়লো টানা দু’দিন ডিএসই-সিএসই লোগো

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৯ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান, বিমা, বস্ত্র, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের প্রায় সব শেয়ারের দাম বাড়ায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) সূচক বেড়েছে দশমিক ২৩ পয়েন্ট।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও লেনদেন। এর ফলে টান সাত কার্যদিবস দরপতনের পর দুই কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্যমতে, বুধবার এ বাজারে ৯ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮৭০টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩৪ কোটি ৯ লাখ ৪২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৩১৪ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার টাকার।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান নেয়। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ২০৪ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৮৩৬ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক দশমকি ২৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৬৫টির এবং ৩৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১২ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ৭২৬ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১১ কোটি ৬ লাখ ৩০ হাজার ৭৩ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৫০২ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।