ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
ডিএসইতে মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকা

ঢাকা: তিনদিন সূচক পতন আর দু’দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় নতুন বছরের আরো একটি সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে (১৩-১৭ জানুয়ারি) উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এসবের ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ১ হাজার ৬৩৫ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৩২২ টাকা। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিনিয়োগকারীদের মূলধন কমেছে ২ হাজার ২৭৫ কোটি ২৭ লাখ ৭ হাজার টাকা।


 
ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছিলো ২৬১টির, কমেছিলো ৭৯টির এবং অপরিবর্তিত ছিলো ৭টি কোম্পানির শেয়ারের দাম।

ফলে তিন সূচক পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৯ পয়েন্ট এবং ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
বেশির ভাগ শেয়ারের দাম ও সূচক বৃদ্ধির পাশাপাশি গত সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে ৩৪৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৫ হাজার ২৭১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৮৮৮ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৪ হাজার ৯২৫ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকা। যা শতাংশের হিসাবে ৭ দশমিক ০৩ শতাংশ বেশি।
 
দেশের অপর বাজার সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৪১টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে সিএসইর সার্বিক সূচক আগের সপ্তাহের চেয়ে ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫৮ পয়েন্টে।
 
লেনদেন ও সূচক বাড়ায় সিএসইতে গত সপ্তাহে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯০ কোটি ৬ লাখ ১৯ হাজার ৬৯৯টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ২৬৪ কোটি ৬২ লাখ ১১ হাজার ৭৬২ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।