ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মূল্য সংশোধনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
মূল্য সংশোধনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু 

ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অধিকাংশ শেয়ারের দাম কমায় সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বিমা খাতের প্রায় সব শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে লেনদেন।

একই অবস্থায় লেনদেন হয়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।  

গত বৃহস্পতিবারের (২৪ জানুয়ারি) মতো রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের বাকি সময় পর্যন্ত অব্যাহত ছিলো। ফলে সবমিলে দিন শেষে ডিএসইতে সূচক কমে ১০ পয়েন্ট। আর সিএসইতে কমে ৫৩ পয়েন্ট।  

এর মাধ্যমে গত মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার টানা তিনদিন সূচক বৃদ্ধির পর নতুন সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজারে সূচক পতন হলো। তবে বাজারের এই অবস্থানকে মূল্য সংশোধন বলে মনে করেন সংশ্লিষ্টরা।  

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ৩৭ কোটি ৯২ লাখ ১০ হাজার ৮৪৪টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান নেয়। এছাড়া অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩ পয়েন্টে।

একইদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৫০ পয়েন্ট কমে ১৮ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৯৮৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ১০ লাখ ৪১ হাজার টাকা।  
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।