ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক ১ দশমিক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০ দশমিক ৫১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩০৩ ও ১ হাজার ৯৯৩ পয়েন্টে রয়েছে।

এদিকে, এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর ডিএসইএক্স ১৪ পয়েন্ট বাড়ে। এরপর ১০টা ৪৫ মিনিটে সূচক একইস্থানে অবস্থান করে। তবে বেলা ১১টার দিকে ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান নেয়।

লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩০৫ ও ১ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ৭ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ১৮ লাখ টাকার।

এদিকে, ডিএসইতে এদিন ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএসসিসিএল, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফরচুন সুজ, ডাচ-বাংলা ব্যাংক ও এসকে ট্রিম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।  

এদিন সিএসইতে ১৯ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে এক টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।